নিজস্ব প্রতিবেদকঃ
মুজিব শতর্বষ উপলক্ষে কিশোরগঞ্জে নাফিসা নজরুল ফাউন্ডেশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।
এসময় সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের অসমাপ্ত কাজ সমাপ্ত করে এই কিশোরগঞ্জকে আধুনিকায়ন করে সুন্দর কিশোরগঞ্জ গড়া হবে।
নতুন প্রজন্মের উদ্দেশ্যে লিপি বলেন, স্বাধীনতা যুদ্ধে যে চারটি মন্ত্র নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এই চারটি মন্ত্র বুকে ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এই দেশকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবে নতুন প্রজন্ম।
দুষ্কৃতিকারী ও ষড়যন্ত্রকারীদের সর্তক করে লিপি আরো বলেন, আমার রক্ত বেঈমানি করে না। আমাকে অথবা আমার পরিবারের ভদ্রতাকে কেউ যদি দুর্বলতা মনে করেন সেটা কিন্তু ভূল করা হবে। আমাদের ভদ্রতা মানে দুর্বলতা না। আমাদের ধমনীতে সৈয়দ নজরুল ইসলামের রক্ত প্রবাহিত যেই রক্ত বেঈমানী করে না। এই সাহসের সাথে দৃঢ়তার সাথে এগিয়ে যাই এবং আমার বাবা তা জীবন দিয়ে প্রমান করেছেন। সুতরাং দুর্বল ভাবার কিছু নাই যখন দরকার আমরা শক্তিশালী হতে পারি। যখন তখন আমরা ভদ্রতাকে জলাঞ্জলি দেয় না।
এসময় জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফের পরিচালনায় অন্যন্যদের মাঝে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, অ্যাডভোকেট শেখ নুরুন্নবী বাদল, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদির মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।