কটিয়াদী থানার ওসি প্রত্যাহার

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্যসেবা সচিবের বাড়ি পাশে কিনিক ও রাস্তা নির্মাণ নিয়ে বিরোধে  হামলার ঘটনায় কটিয়াদী মডেল  থানার ওসি এমএ জলিলকে প্রত্যাহার করা হয়েছে। রোববার দুপুরে তাকে ঢাকা রেঞ্জে প্রত্যাহার করা হয়েছে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে শনিবারের হামলা, ভাঙচুরের ঘটনায় কটিয়াদী থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। শনিবার রাতে কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম ও স্বাস্থ্যসেবা  প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান  বাদী হয়ে পৃথক  দুটি মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে।

কটিয়াদী উপজেলার চান্দপুরে স্বাস্থ্যসেবা সচিবের গ্রামের বাড়ির পাশে একটি জমিতে কমিউনিটি কিনিক নির্মাণকে কেন্দ্র করে শনিবার দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর করে।  এসময় তোপের মুখে পড়েন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব  আবদুল মান্নান। হামলা ও ভাঙচুরের পর  নিজ বাড়িতে অবরুদ্ধ থাকার পর বিকেল ৪টার দিকে পুলিশ প্রহরায় ঢাকা চলে যান তিনি।

Share.