কিশোরগঞ্জ কারাগারে দুই হাজতির মারামারির ঘটনায় একজন নিহত; তদন্ত কমিটি গঠন

0

নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জ জেলা কারাগারে দুই হাজতির মধ্যে মারামারির ঘটনায় আব্দুল হাই (২৭) নামে এক হাজতি নিহত হয়েছে। ১৫১ ধারা মামলায় তিনি হাজতি আসামি হিসেবে কারাগারে ছিলেন। এ ঘটনায় বিকেলে জেলার নাসির আহমেদ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার বজলুর রশিদ জানান, আজ মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) ভোর রাতে সেল ভবনের ১১ নং কক্ষে আব্দুল হাইয়ের সাথে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সাইদুল ইসলাম (৩৬) নামে আরেক হাজতি আসামির মারামারির ঘটনা ঘটে। এসময় ভাতরুমের দরজার কাঠ ভেঙ্গে আব্দুল হাইকে পিঠিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা আব্দুল হাইকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় জাহাঙ্গীর (২৮) নামে আরেক হাজতি আহত হয়েছেন।

জেল সুপার আরো বলেন, এই সেলে মোট ছয়জন হাজতি আসামিকে রাখা হয়েছিল। নিহত আব্দুল হাই (২৭) কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামের ইসরাইল মিয়ার ছেলে (হাজতি নং ৯৮/২১) ১৫১ ধারা মামলায় চলতি বছরের ৬ জানুয়ারি হাজতে আসেন। আহত ব্যক্তি জাহাঙ্গীর (২৮) জেলার নিকলী উপজেলার রোদ্দরপোড্ডা গ্রামের শাহজাহানের ছেলে। (হাজতি নং ৭৯/২৫/১৮) মাদক মামলায় হাজতে আসেন এবং সাইদুল মিয়া (৩৬) তাড়াইল উপজেলার করলা মাইজ পাড়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। (হাজতি নং ৪২/২৩/২৭) ২০১৭ সালের জুলাই মাসে নারী ও শিশু নির্যাতন মামলায় হাজতে আসেন।

খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শামাীম আলম কারাগার পরিদর্শন করেছেন। এই ঘটনায় জেলার নাসির আহমেদ বাদী হয়ে সাইদুল ইসলামকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন। সেই সাথে ঘটনার রহস্য উদঘাটনে জেলা প্রশাসকে পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামি তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

Share.