বাতিল হচ্ছে জিয়ার মুক্তিযোদ্ধা পদক

0

মাই ২৪ বিডি ডেস্কঃ
বঙ্গবন্ধুকে হত্যার সাথে খোন্দকার মোস্তাক, জিয়াউর রহমানসহ আরো অনেকেই জড়িত রয়েছে। পৃথিবীতে এমন অনেক নজির রয়েছে যে তাদের কর্মকান্ডের জন্য সম্মানসূচক খেতাব বাতিল করা হয়েছে। এইটা কোন রাজনৈতিক নয়। এ নিয়ে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

আজ বুধবার দুপুওে কালিয়াকৈরে পৌরসভার আঞ্চলিক সড়কগুলো মুক্তিযোদ্ধা ও বিষিষ্টজনদের নামে নামকরণের উদ্বোধনের পর সাংবাদিকদের এই কথা বলেন।

তিনি আরো বলেন, উপকমিটি আগামী মিটিংয়ে বঙ্গবন্ধু হত্যায় কার কী ভূমিকা ছিল দালিলিক প্রমানসহ তা পেশ করা হবে। তাদের সম্মানসূচক পদবি বাতিল করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, পৌর মেয়র মজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.