নিজস্ব প্রতিবেদকঃ
চতুর্থ ধাপে অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের তিন পৌরসভা নির্বাচন। এর মধ্যে করিমগঞ্জ, হোসেনপুর ব্যালট পেপারে ও বাজিতপুর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়। সবকটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীরা।
আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলে বিকেল ৪ টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে রাতে তিন পৌরসভার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল প্রকাশ করেন।
ফলাফল অনুযায়ী করিমগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাজী মো. মুসলেহ উদ্দিন ১০ হাজার ৫০৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ মামুন পেয়েছেন ৫ হাজার ৫১ ভোট পেয়েছেন।
এবং হোসেনপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. আ. কাইয়ুম খোকন ৭ হাজার ৫১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সৈয়দ হোসেন খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৪৪৫১ ভোট এবং বিএনপি প্রার্থী মুহাম্মদ মাহবুবুর রহমান পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট।
অন্যদিকে, বাজিতপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন আশরাফ পেয়েছেন ১৪ হাজার ৬২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এহেসান কুফিয়া ৬৯৭ ভোট পেয়েছেন।