মাই ২৪ বিডি ডেস্কঃ
দেশের মহাসড়কসহ বড় বড় রাস্তায় টোল আদায় করার নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেকে) সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বিনা পয়সায় সেবার দিন শেষ। আমাদের মনোভাব সবকিছু করতে চাই পয়সা ছাড়া। যাদের পকেটে টাকা পয়সা আছে তারা দেয়ই না। আর এইটা আমাদের কালচার। এ থেকে বেরিয়ে আসা উচিত। প্রধানমন্ত্রী চান সড়ক যেগুলো নির্মাণ করছি সবগুলোই বড় বড় এগুলোতে টোল আদায় করো।
সভা শেষে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকের সামনে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।