রাজকুমারী লতিফার কথা জানতে চাইবে জাতিসংঘ

0

মাই ২৪ বিডি আন্তর্জাতিক ডেস্কঃ

দুবাই শাসকের কন্যা রাজকুমারী লতিফার আটকের বিষয়ে জাতিসংঘ জানতে চাইবে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে।

সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে লতিফা অভিযোগ করে বলেন তার বাবা তাকে বন্দী করে রেখেছেন। তার জীবন নিয়ে শঙ্কায় আছেন। লতিফার সেই ভিডিও প্রকাশ করেছে বিবিসি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেনের পররাষ্ট্র এবং উন্নয়ন বিষয়ক কার্যালয়। তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনার কথা জানিয়েছেন।

২০১৮ সালে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন লতিফা। রাজকুমারী লতিফা নিজেকে তার বাবা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের ‘জিম্মি’ বলে দাবি করেছেন। তিনি বলেছেন আমি একজন জিম্মি, আমি মুক্ত না। এই কারাগারের মধ্যে আমি বন্দি। আমার জীবন আমার হাতে না।

Share.