মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে পাঁচ শতাধিক মানুষ গ্রেপ্তার

0

মাই ২৪ বিডি আন্তর্জাতিক ডেস্ক
অং-সান-সুচিকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণকরাী সেনাবাহিনীর অভিযানে মিয়ানমারে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দেশটির সরকারি দপ্তগুলোতে চলা ধর্মঘট উ’সাহিত করায় ছয় জনপ্রিয় ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সামরিক জান্তা সরকার।

এসবের ভিতরে ধীরে ধীরে মিয়ানমারে বাড়ছে আন্দোলনের গতি। রাজপথে নেমে আসছেন চিকিৎসক, সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার সকালে বৃহত্তম শহর ইয়াঙ্গুনের প্রধান বিশ্ববিদ্যালয়ের কাছে একটি চৌরাস্তার মোড়ে কয়েক ডজন প্রতিবাদকারী অভ্যূত্থান বিরোধী বিক্ষোভ শুরু করলে পুলিশ পণ্ড করে দেয়। এসব ঘটনায় গণমাধ্যমকর্মীরাও ক্ষোভ জানিয়েছেন। সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ায় তারা চাকরি থেকে ইস্তফা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। খবর ইরাবতী, রয়টার্স ও সিএনএনের। সেনাবাহিনীর এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, জনগণের শান্তি ও সুনিদ্রা নিশ্চিত করতে শক্তি প্রয়োগ করছে সেনাবাহিনী।

Share.