করোনার কারণে পেছাবে বিসিএসের আবেদন ও পরীক্ষা

0

মাই ২৪ বিডি ডেস্কঃ
বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার তারিখের সঙ্গে মিল রেখে বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। প্রয়োজনে বর্তমানে চলমান বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানো যায় কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি আরো বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে বিসিএস পরীক্ষায় আবেদনের সময়সীমা অতিক্রান্ত হয়ে যেন কোন শিক্ষর্থী ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়ে সরকার যথাযথ সিদ্ধান্ত নেবে।
বিশ্ববিদ্যালয়গুলো এই সময়ের মধ্যে খুলছে না। রোজার ঈদের পর ২৪ মে বিশ^বিদ্যালয় খোলা হবে, আর তার এক সপ্তাহ আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।

Share.