মাই ২৪ বিডি আন্তর্জাতিক ডেস্কঃ
এখনও অব্যাহত আছে মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ। প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে দাওই শহরের রাস্তায় শান্তিপূর্ণ মিছিল করে কয়েকশ মানুষ। বাদ যায়নি চিকিৎসক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের বিক্ষোভ।
এরই মধ্যে তিন সপ্তাহে চলমান বিক্ষোভে সাত শতাধিক মানুষকে আটক করেছে জান্তা সরকার। সেই সাথে থাইল্যান্ড সফরে গেছেন জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী উন্না মং লুইন। সেখানে থাই পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে প্রতিবেশী দেশগুলোর এই উদ্যোগ নিয়ে সন্দেহ পোষণ করছেন মিয়ানমারে গণতন্ত্রের দাবিতে আন্দোলনরতরা। তারা মনে করছেন এই উদ্যোগের মাধ্যমে জান্তা সরকারকে বৈধতা দেওয়া হতে পারে।