মাই ২৪ বিডি ডেস্কঃ
আমি যে কোন সময় মারা যেতে পারি। ৭৫ বছর বয়স হয়েছে আমার। আজ আছি তো কাল নেই। দেশের মানুষকে আগে টিকা দিয়ে থাকলে তারপর আমি টিকা নিব। বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে যুক্ত হোন।
তিনি আরো বলেন, একটা টার্গেট আছে সেই টার্গেট পূরণ হয়ে যদি থাকে তাহলে টিকা নিব। এটা কোনো ম্যাজিক নয়, আন্তরিকতা, দায়িত্ববোধ। এ জায়গা থেকে কাজ করেছি। এখানে আমার নয়, বাংলাদেশের জনগণের ম্যাজিক ছিল।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনা পাকিস্তান আমলে বাংলার বঞ্চনার ইতিহাস তুলে ধরেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পর উন্নয়নের লক্ষ্যে যাত্রার শুরুর কথাও বলেন তিনি।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের উল্টো পথে যাত্রা এবং আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর আবার উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রীর হাতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ তুলে দেন অর্থমন্ত্রী।