স্টাফ রিপোর্টারঃ
পঞ্চম ধাপে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার নির্বাচন আজ। প্রথম বারের মত ই বি এম এর মাধ্যমে ভোট দিচ্ছেন ভৈরব পৌরসভার ভোটাররা। সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণের কার্যক্রম চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
মোট ৩৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ভোট গ্রহণ নির্ভিগ্ন করতে পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসন নিয়েছে নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যাবস্থা। বিভিন্ন স্থরে সাজিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
প্রতিটি কেন্দ্রে ৭জন পুলিশ ও ৯ জন আনসার সদস্যসহ প্রতি কেন্দ্রে মোট ১৬ জন করে নিয়োজিত রয়েছেন। তাছাড়া যে কোন অপ্রিতিকর ঘটনা প্রতিরোধে ১২ ওয়ার্ডে ১২ জন মেজিস্ট্রেট এর নেতৃত্বে ১২ টি মোবাইল টিম ২ টি স্ট্রইকিং ফোর্স ও ২টি রিজার্ভ ফোর্স নিয়োজিত রয়েছে।
মেয়র পদে ৩ জন, ৬৩ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ১৪ জন প্রতিদ্বন্দিতা করছেন। পৌরসভাটিতে ভোটার রয়েছে মোট ৭৯ হাজার ৭ শত ১৩ জন। পুরুষ ভোটার ৩৯ হাজার ৪শ ৬ জন এবং নারী ভোটার ৪০ হাজার ৩শ ৭ জন। ভোটার ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী কে নির্বাচন করবেন।