প্রতিনিধি ভৈরবঃ
আজ সোমবার সকাল ১১টায় কিশোরগঞ্জের ভৈরবে স্টেডিয়াম এলাকায় একটি বেসরকারী হাসপাতালে ভুল অপারেশনে রাশেদা বেগম রাশো নামের এক প্রসুতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
হাসপাতালের ভিতরে রোগীর স্বজনদের আহাজারীতে
বাতাস ভাড়ী হয়ে উঠে। এ সময় রোগীর উত্তেজিত স্বজনরা হাপাতালের ভিতরে ও বাহিরে ভাংচুর ও আসবাবপত্র তচনচ সহ হাসপাতালের ইটপাটকেল নিক্ষেপ করে ।
খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এই সময় হাসপাতালের কতৃপক্ষ ওকর্তব্যরত ডাক্তাররা ঘা ঢাকা দেয়।
মৃত প্রসুতি ৪ সন্তানের জননী সে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী তাতালচর গ্রামের গ্রাম্যডাক্তার আবুল বাশারের স্ত্রী।
পুলিশ ও স্বজনরা জানায় গতকাল রবিবার বিকালে সন্তান প্রসবের জন্য ৪ সন্তানের জননী রাশেদা বেগম রাশো কে সাজেদা আলাল প্রাঃ হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
আজ সোমবার সকাল ১১টার দিকে হেটে ওটিতে যায় রাশেদা। তার অপারেশন করেন ডাক্তার নাহিদা নাজনীন। অপারেশনের কিছুক্ষন পরেই রাশেদা মারা যায় বলে স্বজনরা অভিযোগ করেন। তবে বাচ্চাটি জীবিত আছে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই সময় পরিস্থিতি বেগতিক দেখে ঘা ঢাকা দেয় হাসপাতাল কতৃপক্ষ ও ডাক্তাররা।