স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে দ্রুতগতির লরি ট্রাক্টরের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এছাড়া সিএনজি চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।
আজ রবিবার (১৪ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে মাইজখাপন ইউনিয়নের রাজ্জাক মুন্সীর বাড়ির মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সিএনজির দুই যাত্রী তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল ভূঞাবাড়ির আজিম উদ্দিন ভূঞার ছেলে আসাদুজ্জামান ভূঞা বাবলু (৪০) এবং একই উপজেলার দামিহা ইউনিয়নের দামিহা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোশারফ হোসেন দেলোয়ার (২০)। আহতরা হচ্ছেন, সিএনজি চালক বাদল (৩০) এবং সিএনজি যাত্রী পপি (২২) ও মোহাম্মদ আলী।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা তাড়াইল যাচ্ছিল। বিকেলে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের রাজ্জাক রাজ্জাক মুন্সীর বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি লরি ট্রাক্টর সিএনজিটিকে চাপা দেয়।
এসময় সিএনজিতে থাকা চার যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান ভূঞা বাবলু ও মোশাররফ হোসেন দেলোয়ার মারা যায়। এছাড়া আহত অন্যদের মধ্যে পপি ও মোহাম্মদ আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয় এবং সিএনজি চালক বাদলকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সিএনজি ও ঘাতক লরি ট্রাক্টরটিকে উদ্ধার করলেও ট্রাক্টরের চালক ঘটনার পর পরই পালিয়ে যায়।