হোসেনপুরে সি এস ও আর এস রেকর্ড অনুযায়ী ব্রক্ষ্মপুত্র নদ পুনঃ খননের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

0

নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে সি এস ও আর এস রেকর্ড অনুযায়ী ব্রক্ষ্মপুত্র নদ পুনঃ খননের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামবাসী। আজ সোমবার বিকেলে হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামে ব্রক্ষ্মপুত্র নদের পাড়ে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তরা বলেন, উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রাম দিয়ে বয়ে যাওয়া ব্রক্ষ্মপুত্র নদ সি এস ও আর এস রেকর্ড অনুযায়ী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত। যা পরবর্তীতে ব্রক্ষ্মপুত্র নদটি ভাঙ্গনের কবলে আস্তে আস্তে হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রাম দিয়ে বর্তমানে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদটি পুনঃ খনন কাজ শুরু হয়েছে। তাই দ্রুত পূর্বের স্থান দিয়ে নদটি খননের দাবি জানান সাহেবের চর গ্রামবাসী।

এসময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সোহেল, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন, হোসেনপুর বিএম কলেজের প্রভাষক আবুল হোসেন প্রমুখ, সমাজ সেবক নজরুল ইসলাম, আব্দুল কাদের সভাপতি ২নং সিদলা ইউনিয়ন আওয়ামী লীগ প্রমুখ।

Share.