পাকুন্দিয়ায় মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে নানা ধরনের গ্রামীন খেলা অনুষ্ঠিত

0

আছাদুজ্জামান খন্দকার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা ধরনের গ্রামীন খেলা
অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে উপজেলা বুরুদিয়া ইউনিয়নের পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব খেলা হয়। এসব খেলা এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকার শতশত নারী পুরুষ ভীড় জমায়।

আবদুর রহমান বীরমুক্তিযোদ্ধা সংঘের আয়োজনে বিকেল সাড়ে ৩টায় এ খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক সৌদি প্রবাসী মো. আলমগীর কবির।
সংগঠনটির সভাপতি মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হুদা রুবেল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সোহান বরকত। এতে মোরগ লড়াই, চোখ বেঁধে হাঁস ধরা ও পাতিল ভাঙ্গা, ব্যাঙ লাফ, ধীরগতিতে বাইসাইকেল দৌড় ও বাইক দৌড়, তৈলাক্ত কলাগাছে উঠা ও দুই দলের মধ্যে রশি টানা খেলা হয়। পরে সন্ধ্যায় অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

Share.