প্রতিনিধি ভৈরবঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে ব্যাংকের গ্রাহকদের মাঝে ১০১টি লাল গোলাপ বিতরণ করেছে এনআরবিসি ব্যাংকের ভৈরব বাজার উপ-শাখা। ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণে সকালে শাখা চত্তরে ১০১ শিরোনামে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের যৌথ মানব বন্ধনী, কেক কাটা ও মিষ্টান্ন আপ্যায়ন সহ ১০১টি গোলাপ বিতরণের মাধ্যমে দিবসটি পালন করে ব্যাংকের ভৈরব বাজারস্থ উপ শাখাটি।
দিন ব্যাপী কর্মসূচিতে অন্যান্যের মাঝে এসময় উপস্থিত ছিলেন ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, মুক্তিযোদ্ধা কমান্ডার ফরহাদ আহমেদ, স্কুুল শিক্ষার্থী ইকরা রহমান, ভৈরব শাখার ব্যবস্থাপক ও এভিপি কাজি মিজানুর রহমান, ভৈরব চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক খলিলুর রহমান লিমন, বিশিষ্ট সমাজকর্মী আপন মিয়া, উদ্যক্তা আহসানুল হক পিন্টু, ভৈরব ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মোবাইল ব্যবসায়ী সমিতির উপদেষ্টা সাইফুল ইসলাম কাউসার ও সভাপতি মাহমুদুল হাসান রিগান, তরুণ উদ্যক্তা মামুনুর রশিদ রনি ও আনোয়ার হোসেন, সংস্কৃতি কর্মী শাহ আলম জনি , ঠিকাদার আশরাফ আলী বাবু ও কাঠ ব্যবসায়ী রুহুল আমিন প্রমুখ
উপ শাখা প্রধান রকিবুল হাসান জানান, বঙ্গবন্ধুর ১০১ জন্মবার্ষিকী আমাদের জাতীয় জীবনের এক পরম মাহেন্দ্রক্ষণ। এ মাহেন্দ্রক্ষণকে উদযাপনে ভৈরব বাজার উপ শাখা প্রধান কার্যালয়ের নির্দেশনায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে। তন্মধ্যে গ্রাহকদের মাঝে ১০১টি লাল গোলাপ বিতরণ ভৈরবের ব্যাংকিং আবহে ভিন্ন আমেজ তৈরী করেছে।