স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ২দিন ব্যাপী উত্তরণ মেলার উদ্বোধন কর হয়েছে । আজ শনিবার (২৭ মার্চ) বেলা ১১ টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সাদা পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ ১ আসনের সাংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি।
এর আগে জেলা প্রশাসক শামীম আলমের সভাপতিত্বে “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত বাংলাদেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ বিষয়ক) শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ১ আসনের সাংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি। বিশেষ অতিথি হিসাবে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাড. এম.এ, আফজল ও সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বক্তব্য রাখেন। আলোচনা শেষে মেলার ষ্টল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইঞ্জিনিয়ার, ডাক্তার ও স্কুল কলেজের শিক্ষক প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতার উপস্থিত ছিলেন। মেলায় খাদ্য সামগ্রীসহ ১১০ স্টল স্থান পেয়েছে।