কটিয়াদীতে পুলিশ কনস্টেবলের ছেলে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায়

0
স্টাফ রিপোর্টারঃ
মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় জাতীয় মেধাতালিকায় স্থান করে নিয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বানিয়াগ্রামের একট পুলিশ কনস্টেবল হাবিবুর রহমানের একমাত্র ছেলে আসিফ। মেধাবী শিক্ষার্থী আসিফ জাতীয় মেধাতালিকায় ১২৯৪তম স্থান অধিকার করে সিলেট উসমানী মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।
আসিফের বাবার চাকরির সুবাদে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সাথে জিপিএ ৫ এবং সিলেট এমসি কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে এইচ এসসি পাস করেন আসিফ। আসিফের গৃহিনী মা, নাহিদা আক্তার ছেলের এই সফলতার শত ভাগ কৃতিত্ব দিতে চান আসিবের বাবা হাবিবুর রহমানকে, তিনি বলেল ” আমার চোখে দেখা পরিশ্রমি,দায়িত্ব শীল ও সৎ মানুষগুলোর মধ্যে সেরা মানুষ আসিফের বাবা।
তিনি তার চাকুরীতে যেমন সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করছেন ঠিক তেমনি পরিবারের একমাত্র উপাজর্নকারী ও অভিভাবক হিসেবেও তিনি সব সময় সঠিকটিই করেছেন। সফল এই পিতা আসিফের সফলতার পিছনের গল্প বলতেই চোখের জল ছেড়ে বলেন, আমার পরিবারে দারিদ্রতার চরম আঘাত ছিল তবুও আমার আত্মবিশ্বাস ছিল আমার ছেলে পারবে, তাকে পারতেই হবে, সফল এই পিতা আরও বলেন প্রতিটি অভিভাবক যদি শতভাগ সচেতনতার সাথে তাদের সন্তানদের সঠিক পরিচর্চা করে তবে অবশ্যই তারাও সফল হবে ইনশাআল্লাহ। আসিফ পড়াশোনা শেষ করে একজন মানবিক ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়জিত রাখাও মনস্থ করেছেন, তার স্বপ্ন পূরণে দেশবাসীর কাজে দোয়া চেয়েছেন।
Share.