স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলা ও রমজান মাস উপলক্ষে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দোকান চালু করা হয়েছে। ভ্রাম্যমান এসব দোকানে মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে। আজ রবিবার (১১ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও প্রাণি সম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় জনসাধারণের মাঝে প্রাণিজ পুুষ্টি নিশ্চিতকরণে জেলা প্রশাসক কাযার্লয় প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসাউদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল, অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মফিজুল ইসলাম, বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসাসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আজমল খান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম মানিক প্রমুখ।
শহরের বিভিন্ন পয়েন্টে এগুলো বিক্রি করা হবে। ডিম ২৭ টাকা হালি, দুধ ৭০ টাকা কেজি ও সোনালি মুরগি ২২৫ এবং ব্রয়লার ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার দর কম-বেশির উপর প্রতিদিন এই মূল্য নির্ধারণ করা হবে।