আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সাজাপ্রাপ্ত পলাতক দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার চরপলাশ ও দিগাম্বরদী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দুজনই পৃথক দুটি মাদক মামলায় এক বছর করে সাজাপ্রাপ্ত। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তারকৃত দুজন হলেন-উপজেলার চরপলাশ গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ফাইজ উদ্দিন ফকির (৪৭)ও দিগাম্বরদী গ্রামের কাদির মিয়ার ছেলে তোতা মিয়া (৪৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন ওই দুই ব্যক্তি। ২০১৬সালের একটি মাদক মামলায় চরপলাশ গ্রামের ফাইজ উদ্দিন ফকিরকে এক বছরের সাজা দেন আদালত। অপর দিকে ২০১৯সালের একটি মাদক মামলায় দিগাম্বরদী গ্রামের তোতা মিয়াকে এক বছরের সাজা দেন আদালত। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। এরপর থেকে তারা দুজনই পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.সারোয়ার জাহান বলেন, মাদক মামলায় এক বছর করে সাজাপ্রাপ্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।