প্রতিনিধি ভৈরবঃ
কিশোরগঞ্জের ভৈরবে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত চলমান লকডাউন বাস্তবায়নে প্রতিদিন সকাল-বিকাল মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা প্রশাসন। এরই ধারবাহিকতায় আজ শুক্রবার যথাযথ স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৭জনকে আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
ভৈরব পৌর শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হীমাদ্রী খীসার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৭জনকে ৭হাজার ১শ টাকা আর্থিক জরিমানা করে দন্ডপ্রাপ্তদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণসহ স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা জানান, সম্প্রতি সারা দেশে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষে লকডাউন ঘোষনা করেছে সরকার। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ১৮দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি এসব নির্দেশনা ও লকডাউন বাস্তবায়নের লক্ষে ভৈরবের পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুক্রবার দিনব্যাপি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং নির্দেশনা অমান্যকারিদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও ভৈরব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে জনগণকে অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন তিনি।