কিশোরগঞ্জে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে কঠোর রয়েছে প্রশাসন। আর এই লকডাউনের তৃতীয় দিনে আজ শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
এসময় সরকার নির্ধারিত সময়ের পর দোকান পাট খোলা রাখা ও যথাযথ স্বাস্থ্যবিধি অমান্য করা ও মাস্ক পরিধান না করায় দন্ড বিধি-১৮৬০ এর ২৬৯ ধারায় ১৪ টি মামলায় মোট ৪০ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। সেই সাথে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলাম জানান, সরকারের সর্বাত্মক লকডাউন ঘোষনার পর থেকে প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সরকারের দেওয়া ১৮ দফা দিক নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে আজ বিকেলে শহরের বিভিন্ন স্থানে সরকার নির্ধারিত সময়ের পর দোকান পাট খোলা রাখা ও যথাযথ স্বাস্থ্যবিধি অমান্য করা ও মাস্ক পরিধান না করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযান অব্যাহত থাকবে।