কিশোরগঞ্জে আজ পৃথক ঘটনায় খুনসহ ৮জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক

0

নিজস্ব প্রতিবেদকঃ

আজ শনিবার সকালে ভৈরবের কালিকাপ্রসাদ গাজিরটেক এলাকায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নামা বস্তাবন্দি ১ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । পরে খবর পেয়ে স্বজনরা তার মরদেহ সনাক্ত করে জানায় নিহতের নাম শরীফ মিয়া (১৪)। সে শহরের ঘোড়াকান্দায় একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতো । ২ দিন আগে সে অটোরিক্সা নিয়ে কাজে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি ।

মহাসড়কের পাশে বস্তাবন্দি অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসিরা পুলিশে খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ।

তাছাড়া শুক্রবার রাত সোয়া নয়টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তের টোল প্লাজার অদূরে মন্দিরের কাছে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফারুক খান নামে ১ জন নিহত হয়েছে। সে ভৈরব পৌর শহরের চন্ডিবের খা বাড়ির সালাম খা’র ছেলে।

স্থানীয় লোকজন নিহতের পরিবার সূত্রে জানাগেছে, নিহত ফারুক সকালে বাড়ি থেকে বের হয়ে আশুগঞ্জে কর্মস্থলে যান । করোনায় লকডাউনের কারণে মহাসড়কে যাত্রীবাসি বাস চলাচল না করায় রাতে আশুগঞ্জ থেকে পায়ে হেটেঁ ভৈরবে রওনা করেন। পরে সেতুটি অতিক্রম করে ভৈরব টোল প্লাজার ৫‘শ গজ সামনে আসা মাত্রই কয়েকজন ছিনতাইকারী হামলা করে এবং এলোপাতারি ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্¦াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ছুরিকাঘাতে নিহতের সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে মাঠে নেমেছে। তাছাড়া হাইওয়ের পাশ থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের কথা স্বীকার করে বলেন গত পরশু দিন বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়েছিলেন বলে জানতে পেরেছি । তবে এটি একটি হত্যাকান্ড।

কিশোরগঞ্জের ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আজ শনিবার (১৭ এপ্রিল) উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো মকবুল হোসেন (৪০) ও পাভেল শেখ (১৭)।
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য ধরে রাখা নিয়ে আক্কাস আলী ও আক্তার মিয়া দুই পক্ষের মধ্যে পূর্ব থেকে সংঘাত চলছিল। এরই জেরে আজ দুই গ্রুপের সংঘর্ষ বাদে। এবং সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া কুলিয়ারচরের লালপুরে আম কুড়ানোকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় লিটন মিয়া (৪৫) নামে এক যুবক নিহত ও উভয় পক্ষের ১৫জন আহত হয়েছেন। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। নিহত লিটন মিয়া ওই গ্রামের আব্বাছ মিয়ার ছেলে বলে জানা গেছে ।

পুলিশ ও এলাকাবাসিরা জানায় শুক্রবার সন্ধ্যায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে লালপুর গ্রামের নিহত লিটন মিয়ার বাড়ির ছোট বাচ্চাদের সাথে পার্শ্ববর্তী মিরারচর গ্রামের মেরসি মিয়ার বাড়ির বাচ্চাদের ঝগড়া হয়। এরই জের ধরে আজ ভোরে ২ পক্ষের মাঝে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় লিটন মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০/১২টি বাড়ি-ঘর ভাংচুর করা হয়।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশা চাপায় রিয়া মণি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চরফরাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়া মনি উপজেলার চরফরাদী গ্রামের আবদুল কদ্দুছ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বাড়ির সামনে মুনিয়ারীকান্দা-পাকুন্দিয়া সড়কে যায় রিয়া। এ সময় পেছন দিক থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করেপাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনায় জড়িত ঘাতক চালক পলাতক রয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিশোরগঞ্জের তাড়াইলে পাটক্ষেত থেকে রিফাত (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে শিশুটির লাশ উদ্ধার করা হয়। রিফাত তাড়াইল উপজেলার চর তালজাঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) রাতে তারাবির নামাজের পর বাড়ি থেকে বের হয় রিফাত। পরে আর বাড়িতে ফিরে আসেনি। আজ সকালে স্থানীয় লোকজন পাটক্ষেতে তার লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার সৎ মাকে পুলিশ থানায় নিয়ে এসেছে। এদিকে সদর উপজেলার নগুয়া এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

Share.