স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের নান্দাইলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাহেব আলী আকন্দসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল দুপুরে বাড়ির আঙ্গিনায় ধান শুকানোর সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সাহেব আলী আকন্দের উপর হামলা চালায়। এসময় তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন বাঁধা দিতে আসলে ওই ঘটনায় সাহেব আলী আকন্দসহ আরো দুজন আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এছাড়া বাড়ির ভিতরে প্রবেশ করে ঘরের দরজা জানালায় ভাংচুর করে বলেও জানায় এলাকাবাসি। আহতরা বর্তমানে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী সাহেব আলী আকন্দর ছেলে কামাল পাশা আকন্দ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। তারা হলেন, চন্ডিপাশা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে শাহাব উদ্দিন (৪৫), মৃত ইসলাম উদ্দিনের ছেলে মোজাম্মেল হক সুমন (৪১), হাজী মমতাজ উদ্দিনের ছেলে উসমান গণি (৫৫), মৃত হোসেন আলীর ছেলে জসিম উদ্দিন (৫৫), শাহাব উদ্দিনের ছেলে রোমান মিয়া (১৯)সহ অজ্ঞাত আরো ৪ জনকে মামলায় আসামি করা হয়েছে। আসামিদের ধরতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।