গুনী শিক্ষকের প্রস্থান

0

শরফ উদ্দিন হোসাইন জীবনঃ
কিশোরগঞ্জের সবচেয়ে বড় বিদ্যাপিঠ গুরুদয়াল সরকারি কলেজের ইংরেজী বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রবীণ শিক্ষক প্রাণেশ কুমার চৌধুরী স্যার (৮৫) আর নেই।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় ঢাকা সেগুনবাগিচা এলাকায় বড় ছেলের বাসায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই গুণী মানুষটি।

পারিবারিক সূত্রে জানা যায়, বহুদিন ধরে বিভিন্ন কঠিন ও জটিল রোগে ভোগছিলেন প্রাণেশ কুমার চৌধুরী। সর্বশেষ কিডনী জটিলতা রোগে ঢাকায় বড় ছেলের বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন তিনি। অবশেষে আজ সকলের মায়া কাটিয়ে পরপারে চলে গেলেন সবার প্রিয় প্রাণেশ স্যার।

উল্লেখ্য, অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী নেত্রকোনা জেলার মদন থানায় ১৯৪০ সালে জন্ম গ্রহণ করেন। পরে চাকরির সুবাদে কিশোরগঞ্জে আসেন। ইংরেজি বিভাগে অধ্যাপনা দিয়ে যোগদান করেন গুরুদয়াল সরকারি কলেজে। পরবর্তীতে তিনি কিশোরগঞ্জের বাসিন্দা হয়ে উঠেন। বর্তমানে জেলা শহরের খরমপট্টি এলাকায় বসবাস করতেন।

আজকের বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তার সরাসরি ছাত্র ছিলেন। শুধু রাষ্ট্রপতি আব্দুল হামিদ নয় তার হাতে গড়া অনেক ছাত্র ছাত্রী আজ দেশের মুখ উজ্জল করার পাশাপাশি বিদেশের মাটিতেও সুনাম কুড়িয়েছেন।

অসংখ্য গুণ সম্পন্ন প্রাণেশ স্যার শিক্ষকতার পাশাপাশি কিশোরগঞ্জের সাহিত্য সংস্কৃতি অঙ্গনেও বিরাজ করেছেন। রেখে গেছেন অসংখ্য স্মৃতি বিভিন্ন সাহিত্য সংস্কৃতি সংগঠনের পৃষ্টপোষকতাও করেছেন এই গুণী মানুষটি। যিনি সর্বমহলে প্রাণেশ কুমার চৌধুরী (পিকেসি) স্যার নামে পরিচিত ছিলেন।

অত্যন্ত সজ্জন মানুষ ও শিক্ষক হিসেবে সকল মহলের কাছে প্রিয়জন ছিলেন তিনি। জাতীয় বিভিন্ন দৈনিক পত্রিকাসহ স্থানীয় দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকায় সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেছেন। তার এই মৃত্যুতে কিশোরগঞ্জের সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষা বিস্তারে অপূরনীয় ক্ষতি হয়েছে। যা কোনদিন পূরণ করা সম্ভব না বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিক ও সুশীল সমাজের লোকজন। তার এই মৃত্যুতে কিশোরগঞ্জে নেমে এসে শোকের ছায়া। তবে কিশোরগঞ্জবাসীর কাছে তার কর্ম গুণে চিরস্মরনীয় হয়ে থাকবেন অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী (পিকেসি) স্যার।

আজ সন্ধ্যায় ঢাকার বাসাবো শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা কৃষক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবুল কাশেম, কবি আবুল এহসান অপু, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. গোলসান আরা বেগম, সাধারণ সম্পাদক কায়সার আহমেদ লিংকন, চেম্বার অব কর্মাসের পরিচালক বোরহান উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আউয়াল।

Share.