কটিয়াদীতে সত্যজিৎ স্মরণ

0

প্রতিনিধি কটিয়াদীঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘সত্যজিৎ স্মরণ’ অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (২ মে) বিকালে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা মসূয়ায় দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের উদ্যোগে এ স্মরণ অনুষ্ঠিত হয়। 

দীপশিখা গ্রন্থাগার আন্দোলনের সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, ছাত্রনেতা প্রবাল ভৌমিক, রক্তদান সমিতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক আমান উল্লাহ, গ্রন্থাগার সংগঠক মাহবুবুর রহমান, দীপশিখা গ্রন্থাগার ও সংগ্রহশালার অর্থ সম্পাদক সাকিবুল হাসান সোহাগ, গ্রন্থাগার আন্দোলনের সদস্য- ইয়ারিস হক রামিম, সাব্বির আহমেদ, ফুয়াদ হাসান আদর, আব্রারুল হক তাকী, সংস্কৃতিকর্মী সীমান্ত পোদ্দার, নবজিৎ সাহা, রাহুল রায়, রোবেল সাগর, কাওসার আহমেদ রানা, আরমান হোসেন বাবু প্রমূখ।

স্মরণ অনুষ্ঠানে সত্যজিৎ রায়ের জীবন ও কর্মের নানান দিক নিয়ে আলোচনাসহ তাঁর পিতা সুকুমার রায় ও পিতামহ উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর স্মৃতিবিজড়িত জরাজীর্ণ এ বাড়ির রক্ষণাবেক্ষণ এবং কলেজ, সংস্কৃতি চর্চাকেন্দ্র, গ্রন্থাগার ও সংগ্রহশালা স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।

Share.