তাড়াইলে কৃষকের ধান কেটে দিল কৃষক লীগ

0

স্টাফ রিপোর্টারঃ
“সুখি কৃষক সুখি দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা কৃষকলীগের উদ্যোগে করোনাভাইরাসের প্রার্দুভাবে শ্রমিক সংকটে কৃষকের ধান কেটে দিল কৃষক লীগের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (৪ মে) সকালে উপজেলা চংপাচিয়া বাজার সংলগ্ন কৃষক কামরুল ইসলাম ভূইয়ার বোরো ধান বিনামূল্যে কেটে দেন জেলা ও উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা।

এসময় জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, দপ্তর সম্পাদক বাবু দীপক দাস, কার্যকরি সদস্য মুস্তাফিজুর কাঞ্চন, পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আউয়াল, তাড়াইল উপজেলা কৃষক লীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরকারসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা।

জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ বলেন, করোনা দুর্যোগে বোরো ধান ঘরে তুলতে কৃষক যখন শ্রমিক সংকটে তখনই কিশোরগঞ্জ কৃষক লীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে। গত বছরও এই করোনা দুর্যোগে কৃষক লীগের সকল নেতাকর্মীরা কৃষকদের পাশে থেকে এক সাথে বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকদের সকল দুর্যোগে কৃষক লীগের নেতকর্মীরা বিনাপারিশ্রমিকে এক হয়ে কাজ করে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সকল দুর্যোগে কিশোরগঞ্জ কৃষক লীগের নেতকর্মীরা এভাবেই কাজ করে যাবে।

Share.