পাকুন্দিয়ায় ময়লার স্টেশন সরাতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

0

নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ময়লা-আবর্জনার ডাম্পিং স্টেশন ঘনবসতিপূর্ণ এলাকা থেকে খোলা জায়গায় সরাতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মে) দুপুরে পৌরসভার সৈয়দগাঁও, বাগাপাড়া, ছেত্রাখালী, কোণাপাড়া ও লক্ষীয়া গ্রামবাসীর আয়োজনে সৈয়দগাঁও-ছেত্রাখালী সড়কের পাশে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এদিকে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ ডাম্পিং স্টেশনের নির্ধারিত জায়গা পরিদর্শন শেষে ওই প্রতিবাদ সভায় উপস্থিত হন।

হাজী শহীদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে সভায় এলাকাবাসীর সাথে একাত্মতা পোষন করে সাংসদ নূর মোহাম্মদ বলেন, আপনাদের ক্ষতি হয় বা জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে এমন কোন কাজ এখানে করা হবে না। এলাকার জনগন যদি এখানে ডাম্পিং স্টেশন না চায় তাহলে তা অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে আমরা এক্সপার্টদের সাথে কথা বলব এবং আপনাদের সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

এ সময় অন্যদের মধ্যে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সাবেক কাউন্সিলর মোস্তুফা কামাল, ছেত্রাখালী গ্রামের ফজলুল হক মাস্টার, বাগাপাড়া গ্রামের নূর মোহাম্মদ সৌরভ, আফসার উদ্দিন, সৈয়দগাঁও গ্রামের উজ্জ্বল সাফি, আঙ্গুর মিয়া প্রমুখ বক্তব্য দেন।

Share.