পাকুন্দিয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে উপজেলা শ্রমিকলীগ।

আজ সোমবার সন্ধ্যায় উপজেলাশ্রমিকলীগের উদ্যোগে
পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্্বপন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো.হুমায়ুন কবীর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান খন্দকার,
চরকাওনা মধ্যপাড়া দাখিল ও আলিম মাদ্রাসার সভাপতি যুবলীগ নেতা বিল্লাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক মাঈনুল হক সাবের, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক শরিফুজ্জামান বকুল ও উপজেলা যুবলীগ নেতা মোনায়েম মুন্না প্রমুখ।

এসময় উপজেলা ও ইউনিয়ন শ্রমিকলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিশংসভাবে হত্যাকাণ্ডের ছয় বছর পর ১৯৮১সালের আজকের এই দিনে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসেন। এরপর অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করে তিনি তিলতিল করে আওয়ামীলীগকে সুসংগঠিত করেছেন। বিগত ৪০বছরে শেখ হাসিনাকে
হত্যা করার জন্য ২১বার চেষ্টা করা হয়েছে। কিন্তু হত্যা করতে পারেনি কুচক্রীমহল। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সারা বিশ্ববে বাংলাদেশ এখন একটি রোল মডেল।

Share.