সাংবাদিক রোজিনাকে লাঞ্চিত করার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিক

0

নিউজ ডেস্কঃ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রনালয়ে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিকরা।

আজ মঙ্গলবার সকালে দেশের ১১ জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে এই ক্ষোভ জানান। সেই সাথে রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানানোর পাশাপাশি হামলাকারীদের চিহিৃত করে দৃষ্টান্তমূূলক শাস্তি দাবি জানানো হয়।

তারা হলেন, আবদুল গাফ্ফার চৌধুরী, হাসান আজিজুল হক, অনুপম সেন, রামেন্দু মজুমদার, সারোয়ার আলী, মফিদুল হক, মামুনুর রশীদ, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবীর, আবদুস সেলিম ও নাসির উদ্দীন ইউসুফ।

তারা আরো বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য সংগ্রহকালে যেভাবে কর্মকর্তাদের দ্বারা হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত এবং সর্বোপরি রাষ্ট্রীয় গোপন তথ্য অপহরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন, তা আমাদের বিস্মিত ও ক্ষুব্ধ করেছে।

Share.