স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের নিকলী থেকে ইয়াবাসহ রওশন আরা বেগম (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেক এক হাজার আটশত ত্রিশ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ এক লাখ এগার হাজার টাকা উদ্ধার করা হয়। আটক রওশন আরা বেগম নিকলী থানার গুরই ইউনিয়নের বেতেরচর গ্রামের মৃত মোহব্বত আলীর স্ত্রী।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে গতকাল রাতে নিকলী থানাধীন বেতেরচর এলাকা হতে রওশন আরা বেগমকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।