প্রতিনিধি ভৈরবঃ
ভৈরবে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, অফিসিয়াল সিক্রেট এ্যাক্ট ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, রিপোটার্স ক্লাব ও ইউনিটি, অনলাইন নিউজ ক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পৌরসভা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে ভৈরবের অর্ধশতাধিক বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেয়।
এ সময় মানব বন্ধনে বক্তব্য রাখেন টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস.এম বাকি বিল্লাহ, রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি ভৈরব শাখার সিনিয়র সহ-সভাপতি তুহিন মোল্লা প্রমূখ।
এ সময় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আলহাজ মোঃ ইফতেখার হোসেন বেণু।
মানব বন্ধনে বক্তারা বলেন, রোজিনা ইসলামকে ষড়যন্ত্র করে ফাসানোঁ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়ে তারা আরো বলেন অফিসিয়াল সিক্রেট এ্যাক্ট ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। রোজিনা ইসলামকে মুক্তি দেয়া না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে। বক্তারা আরো বলেন,আজকে আমলারা কোটি কোটি টাকা দূনীর্তি করে বিদেশে পাচার করছে। তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান সরকারের প্রতি।