স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের লাহুন্দ গ্রামে বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। আহতরা হলেন মো. আরজু মিয়া (৬৫) সেলিম মিয়া (৩৭) মোবারক হোসেন (৩২) মোশারফ হোসেন (২৬) তারেক মিয়া (১৭) ও পরশা খাতুন (৫৫) বছর। আহতরা বর্তমানে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরজু মিয়া ও একই গ্রামের প্রতিবেশী মেনু মিয়ার ছেলে মো. লোকমান মিয়ার (২৮) সাথে বাড়ির সীমানা বিরোধ নিয়ে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা চলে আসছে। এ বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার (২০ মে) বিকেলে গ্রাম্য সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে বাড়ি ঘরে হামলা, লুটপাট ও মারামারির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান পারভেজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনায় দুই পক্ষের লোকজনই আহত হয়েছেন।
এ ব্যাপারে কটিয়াদী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদত হোসেনের কাছে জানতে চাইলে জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ না আসায় এ ব্যাপারে কোন আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।