মহানবী (সা.)কে কটূক্তিকারীর ফাঁসির দাবিতে পাকুন্দিয়ায় বিক্ষোভ-মানববন্ধন

0

আছাদুজ্জামান খন্দকারঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তারকৃত সৌরভ দত্তের ফাঁসির দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

উপজেলার সর্বস্তরের ইসলামী তৌহিদী জনতার ব্যানারে আজ রোববার দুপুরে পৌরসদর বাজার জামে মসজিদ ও উপজেলার হোসেন্দী এলাকায় এসব কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে পবিত্র কোরআন, নবী করিম (সা.) ও হযরত আয়শা (রা.)কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় অভিযুক্ত সৌরভ দত্তের ফাঁসির দাবি জানানো হয়।

এদিকে হোসেন্দী বাজার থেকে তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ-মিছিল পাকুন্দিয়া সদরের উদ্দেশ্যে রওনা হয়ে সৈয়দগাঁও সীড স্টোর এলাকায় এসে পৌঁছলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের বাঁধার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

প্রসঙ্গত, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সৌরভ দত্তের নিজের ফেসবুক আইডি থেকে কোরআন, মহানবী (সা.) এবং হযরত আয়শা (রা.) কে নিয়ে কটূক্তি করে অন্যদের ম্যাসেজ পাঠান। পরে বিষয়টি ভাইরাল হলে সকলের নজরে আসে। শুক্রবার সকাল ১১টায় হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাজমুল কবীর আলমগীর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ডিজিটাল নিরাপত্তা আইনে সৌরভ দত্তকে একমাত্র আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। পরে ওইদিন বিকেলে প্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বড়পুল এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। সৌরভ দত্ত পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের সুখরঞ্জন দত্তের ছেলে। সে ঢাকার আশুলিয়া ড্যাফোডিল ইউনিভার্সিটির নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

Share.