পাকুন্দিয়ায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ চার যুবক আটক

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইয়াবা সেবনের অপরাধে চার যুবককে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার বুরুদিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্র পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক পিস ইয়াবাসহ সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই চার যুবকের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদ- ও ৯০০টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বুরুদিয়া গ্রামের আরিফ (২২), হোসেন মিয়া (২১), সাঈদ হোসেন (২০) ও আরিফ হোসাইন (২০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রোববার রাত ৮টার দিকে উপজেলার বুরুদিয়া বাজার সংলগ্ন এলাকায় বসে ইয়াবা সেবন করছিল কয়েক যুবক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)একেএম লুৎফর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় ইয়াবা সেবনের আসর থেকে ওই চার যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে এক পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবন করার অপরাধে ওই চার যুবকের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদ- ও ৯০০টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক একেএম লুৎফর রহমান। এসময় আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো.জাকির হোসেনসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর ৩৬(৫) ধারায় চারজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদ- এবং ৯০০টাকা করে জরিমানা করা হয়।

Share.