নিজস্ব প্রতিবেদকঃ
ভালোবাসার আট বছর পূর্ণ করে নবম বর্ষে পদার্পণ করলো চলচ্চিত্র ভিত্তিক বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন বিজয় টিভি। ২০১১ সালের ৩১ মে যাত্রা শুরু করেছিল চ্যানেলটি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ‘অনির্বাণ বাংলা’ স্লোগানকে ধারণ করে পেশাদারিত্বের সঙ্গে বস্তু নিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি বিনোদন, বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে বিজয় টিভি।
৯ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে আজ সোমবার (৩১ মে) কিশোরগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান।
বিজয় টেলিভিশনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ শরফ উদ্দিন হোসাইন জীবনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মাষ্টার, সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা মোঃ বোরহান উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সাইফ উদ্দিন আহম্মেদ লেলিন, সময় টেলিভিশন ও দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি নূর মোহাম্মদ, ৭১ টেলিভিশন ও আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আবু তাহের, কিশোরগঞ্জ জেলা বার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান সোহেল, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, নিফ আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন, দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ প্রমুখ।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক এম এ আকবর খন্দকার, আর এস আইডিয়াল কলেজের প্রভাষক নাসির উদ্দিন দুলাল, দীপ্ত টেলিভিশনের প্রতিনিধি শামসুল আলম শাহীন, আরটিভির প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল ইসলাম আশিক, ইনডিপেন্ডেন্ট টেলিভিশন ও আজকের পত্রিকার প্রতিনিধি শাহজাহান সাজু, চ্যানেল ২৪ প্রতিনিধি আলম ফয়সাল, দৈনিক নওরোজের প্রতিনিধি খায়রুল ইসলাম, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, দৈনিক আজকের সংবাদের প্রতিনিধি কাঞ্চন শিকদার, দৈনিক প্রভাতীর কবর পত্রিকার প্রতিনিধি এনামুল হক সেলিম, সিএন এন বাংলা টিভির প্রতিনিধি হুমায়ুন কবির, কলকাতা টেলিভিশনের প্রতিনিধি ডা. আব্দুর রব, বিভিসি বাংলা টিভির প্রতিনিধি কামরুজ্জামান রাসেল, বিডি চ্যানেল ফোরের প্রতিনিধি ফরহাদ হোসেন, কবি রাশেদ মনির প্রমুখ।
বক্তারা বিজয় টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনাসহ বিজয় টেলিভিশনের প্রতিষ্ঠাতা চট্টগ্রামের সাবেক মেয়র চট্টলাবীর এবি এম মহিউদ্দিন চৌধুরীর রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।