স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে দুর্ধর্ষ সন্ত্রাসী নাজিউর রহমান সোহেল উরফে মুরগী সোহেল (৩৫) আটক করেছে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। গতকাল রাতে র্যাবের অভিযানে জেলার নিকলী উপজেলার খালিশারহাটী এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহেল নিকলী উপজেলার খালিশারহাটী গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে।
আজ সোমবার দুপুরে র্যাব-১৪ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১৪ কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আবু নাঈম মোঃ তালাত।
তিনি জানান, গত ১১ মে নিকলী উপজেলার খালিশারহাটি গ্রামে জলমহালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসী নাজিউর রহমান সোহেল উরফে মুরগী সোহেল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। যার ফলে ০৪ জন শিশুসহ মোট ১০ জন আহত হয়। এ ঘটনায় নিকলী থানায় মামলা দায়ের করা হলে মুরগী সোহেলকে গ্রেফতারের জন্য র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এসময় তার সঙ্গে থাকা ০২ রাউন্ড গুলি’সহ ০১ টি পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে বাড়ির পিছন থেকে লুকিয়ে রাখা ০২ টি পাইপ গান, ০৫ রাউন্ড কার্তুজ, ০৪ টি দেশীয় রামদা ও ০১(এক)টি চাপাতি উদ্ধার করে।