নিজস্ব প্রতিবেদকঃ
কিশোরগঞ্জে ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত পক্ষকাল ব্যাপি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০১ জুন) সকালে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
এসময় সিভিল সার্জন ডাঃ মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ হেলাল উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সিভিল সার্জনের তথ্য মতে, কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলায় ২ হাজার ৭৭৪ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ৫ লাখ ৬ হাজার ৬৬১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৯৩৮ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৭ হাজার ৭২৩ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল।