নিউজ ডেস্ক
ভারতে মন্দিরে নিজেকে ‘সাধু’ পরিচয় দিয়ে আশ্রয় নিয়ে ছিলেন এক ধর্ষক। ঘটনাটি উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার এক মন্দিরের। নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ওই ধর্ষকের নাম, সত্যেন্দ্র শুক্ল। সে মধ্যপ্রদেশের সভাপুর থানার একটি গ্রামের বাসিন্দা। দেড় বছরের বেশি সময় ধরে সাধু বেশে থাকা ধর্ষন মামলার আসামি অবশেষে ধরা পড়েছে। ভারতের ওই মন্দির থেকে সম্প্রতি ৫০ বছর বয়সী ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৯ সালের মার্চে তার বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তার পর থেকেই তিনি পলাতক। সভাপুর থানার পুলিশ জানিয়েছে, কালো জাদুর মাধ্যমে সমস্যা সমাধানের করবে বলে সেই নাবালিকাকে ধর্ষণ করেছিল ওই ব্যক্তি। মামলা হয়েছিল তার বিরুদ্ধে। কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি।
সাভাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসপিএস চান্ডেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অবশেষে চান্দৌলি জেলার একটি মন্দির থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: আনন্দবাজার।