নিউজ ডেস্কঃ
যুক্ত রাষ্ট্রের বিচার বিভাগ ঘোষনা দিয়েছে অনুসন্ধানী প্রতিবেদনের পর সেই সংবাদের সোর্স সম্পর্কে বিচার বিভাগ কোনো তদন্ত চালাবে না। সাংবাদিকদের ওপরও গোপনে নজরদারি চালানো যাবে না।
বিচার বিভাগের শীর্ষ মুখপাত্র এ্যান্থনী কোলি এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ অনুযায়ী আমরা সম্মুখে এগুচ্ছি। যুক্তরাষ্ট্রের বহুদিনের একটি অভ্যাসকে পরিবর্তন করে আমরা আর কখনোই ফেডারেল প্রশাসনের তদন্তকালিন কোনো গোপন তথ্য ফাঁস করার জন্য সাংবাদিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেব না। পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের স্বার্থে বিচার বিভাগ আর কখনো প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না।’
বিচার বিভাগের ঐ মুখপাত্রের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।