আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৬দফা দিবস উদযাপন করেছে পাকুন্দিয়া উপজেলা শ্রমিকলীগ। এ উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পাকুন্দিয়া আদর্শ মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো.জসীম উদ্দীন, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ।
উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক আতাউর রহমান খান মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম শওকত, হোসেন্দী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাজমুল কবীর আলমগীর, শরীফুজ্জামান বকুল, মাঈনুল হোসেন সাবের, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো.হিরণ মিয়া, সদস্য বুলবুল মিয়া, এগারোসিন্দুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো.মামুন মিয়া প্রমুখ। এছাড়াও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর শ্রমিকলীগের যুগ্মআহ্বায়ক আবু কাওসার, মো.জামাল উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সহকারী সাংগঠনিক সম্পাদক মো.স্বপন মিয়া প্রমুখসহ শ্রমিকলীগের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা শ্রমিকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবু জায়েদ।