কিশোরগঞ্জে পৃথক ঘটনায় নিহত দুই আহত ৩০

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দুইজন নিহতসহ অন্তত ১৩জন আহত হয়েছে। আজ বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে মজিবুর রহমান মজু (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত মজু বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেরনগর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দিলালপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া নবেলের সাথে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজবাহ উদ্দিন সাফির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত দ্বন্ধ চলে আসছে। এর জের ধরে বাহেরনগর গ্রামে দুইপক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই মজু নিহত হন ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদিকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. শফিকুল ইসলাম (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০জন আহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের ডুবাইল বিলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম দিগদাইড় গ্রামের মো. মতি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডুবাইল বিল জলমহালের নিয়ন্ত্রণ নিয়ে দিগদাইড় এলাকার সাদেক ভেন্ডারের লোকজনের সঙ্গে একই এলাকার মো. মতিউর রহমানের লোকজনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে সন্ধ্যা সাতটার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের ছোড়া বল্লমের আঘাতে মো. শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Share.