কিশোরগঞ্জে আধুনিক চাষাবাদ প্রযুক্তি শীর্ষক কৃষক প্রশিক্ষন কর্মশালা

0

নিজস্ব প্রতিবেদকঃ

কিশোরগঞ্জে মসলা জাতীয় ফসল উৎপাদন বাড়াতে আধুনিক চাষাবাদ প্রযুক্তি শীর্ষক কৃষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণে কৃষকদের মসলা উৎপাদনে উন্নতজাত, উৎপাদন কলাকৌশল ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে অবহিতকরণ করা হয়।

এসময় কিশোরগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউনের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সহিদুজ্জামান।

বিশেষ অতিথি, গাজীপুর আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রুম্মান আরা, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাষ্টার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটেনর বৈজ্ঞানিক কর্মকর্তা নূরে ইউসুফ।

Share.