স্টাফ রিপোর্টারঃ
২০২১-২২ অর্থবছরের জন্য উত্থাপিত বাজেট প্রতিক্রিয়ায় কিশোরগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের (সিপিবি) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুন) সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বাম গণতান্ত্রিক জোটের (সিপিবি) জেলা সমন্বয়ক আবদুর রহমান রুমীর সভাপতিত্বে বাজেটের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সমন্বয়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বাসদ মার্কসবাদী জেলা নেতা আলাল মিয়া ও জেলা বাসদ নেতা অ্যাডভোকেট মাসুদ আহম্মদ ভূইয়া প্রমুখ নেতৃবৃন্দ।
জেলা সিপিবির সাধারন সম্পাদক আবুল হাসেম মাষ্টারের সঞ্চালনায় মানব বন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিকনেতা সিরাজুল ইসলাম ছাত্তার, জেলা সিপিবির সদস্য নূরুল হুদা, দেব ব্রত দাস, অধ্যাপক ফরিদ আহম্মদ, শ্রমিক নেতা হাবিবুর রহমান হীরা, দুলাল মিয়া, রজব আলী, জেলা বাসদ নেতা এড সোহেল রানা, আসাদ আরবিন, খালেদা আক্তার, তাড়াইল সিপিবি নেতা কামরুল ইসলাম রাজ্জাকী প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তাগন উত্থাপিত ব্যাজেটকে গনবিরোধী, গতানুগতিক গরীব মারার বাজেট উল্লেখ করে তা প্রত্যাখান করেন। তারা বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান খাতে বরাদ্দ বৃদ্ধি করে এবং মেহনতী গরীব মানুষের জন্য বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় খাদ্য নিরাপত্তাসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে বাজেট সংশোধন করার দাবী জানান।
এছাড়া প্রবাসী শ্রমিক বিশেষ করে নারী শ্রমিকদের দূরাবস্থা, গার্মেন্টস শ্রমিকসহ শ্রমজীবী মেহনতী মানুষ, গ্রামীন কৃষি শ্রমিক- কৃষকসহ ছাত্র জনতার জীবনের নানামুখী দুঃখ দূর্দশার কথা উল্লেখ করে এ থেকে পরিত্রান পাওয়ার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার আহব্বান জানান।