আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এনআরবিসি ব্যাংক লিমিটেডের পাকুন্দিয়া উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে পাকুন্দিয়া পৌর এলাকায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে হাজী টাওয়ারের দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করা হয়। ঢাকা থেকে ভার্চুয়ালি এ শাখার উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান এসএম পারভেজ তমাল।
এনআরবিসি ব্যাংক লিমিটেড পাকুন্দিয়া শাখায় বর্ণাঢ্য অনুষ্ঠানে ফিতা কেটে এ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন- পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান, পাকুন্দিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার মহসিন উদ্দিন আহমেদ, পাকুন্দিয়া পৌর বাজার বণিক সমিতির সভাপতি ওমর ফারুক মজলিশ ও উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ।
এসময় ব্যাংকের পাকুন্দিয়া শাখা ব্যবস্থাপক সৈয়দ সায়িমুর রহমানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এনআরবিসি ব্যাংক লিমিটেড পাকুন্দিয়া শাখা ব্যবস্থাপক সৈয়দ সায়িমুর রহমান বলেন, আধুনিক ব্যাংকিং এর সকল ধরণের সুযোগ-সুবিধা এ উপ-শাখা থেকে পাবেন গ্রাহকরা। তৃণমূল পর্যায় থেকে উদোক্তা তৈরিতে সকল ধরণের সহযোগিতা করা হবে। তাছাড়া এ ব্যাংকের সুদহারও অন্যান্য ব্যাংকের তুলনায় খুবই কম। সেক্ষেত্রে ব্যবসায়িরা কম সুদে ঋণ নিয়ে ব্যবসায় বিস্তার ঘটাবে পারবেন।