কুলিয়ারচরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ সোমবার (১৪ জুন) সকালে কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো ব্রাক্ষ্মবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিসনোপুর ইউনিয়নের ইকতলী গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (২১), মোঃ তাজু মিয়ার ছেলে মোঃ সাত্তার মিয়া (১৯), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্ডিবের দক্ষিণপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে মোঃ মেহেদী হাসান বাবু (২৩)। এসময় তাদের কাছ থেকে ২৪(চব্বিশ) কেজি গাঁজা ও ০৩(তিন)টি মোবাইল’সহ ০৩(তিন) জনকে আটক করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বি এন এম শোভন খানা জানান, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এপ্রেক্ষিতে তাদের আজ সোমাবর সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় কুলিয়ারচর থানাধীন দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা হতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামীদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.