প্রতিনিধি কটিয়াদীঃ
‘Give blood and keep the world beating’ স্লোগান নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি’র উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার রক্তদাতাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রক্তদান সমিতি’র কার্যালয়ে এসে শেষ হয়। পরে পৌর সদরের রিয়াজ ভবনে সংগঠনের নিজ কার্যালয়ে এক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সন্ধানী’র অন্যতম প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভূঞা, লোহাজুরী ইউপি চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূঞা রতন, মুন্সী আব্দুল হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক জোয়ারদার আলমগীর, আওয়ামীলীগ নেতা সাবেক ভিপি দুলাল বর্মন, পাক্ষিক কটিয়াদী সমাচার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, সংস্কৃতিকর্মী দীপক কুমার রায়, সেলিম আহমেদ, কবি বেবী মোস্তফা, চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, শিক্ষক আমান উল্লাহ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, ফুয়াদ হাসান আদর।
এতে অন্যদের মাঝে কটিয়াদী প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রহমান সেলিম, সংস্কৃতিকর্মী আল্পনা সাহা, যুবলীগ নেতা সোহেল রানা, কাউসার আহমেদ সাগর, রক্তদান সমিতি’র সমন্বয় পর্ষদ সদস্য- সংস্কৃতিকর্মী সীমান্ত পোদ্দার, নবজিৎ সাহা, একেএম মুশফিকুর রহমান রবিন, রক্তদান সমিতি’র সদস্য- রিগান ভূঞা, শফিকুল ইসলাম, সেলিম খান সোহাগ, মজিবুর রহমান ছোটন, রাজু আহমেদ, শাহরিয়ার আহমেদ রিপন, রাহুল রায়, অ্যালেন হাসান, আজমল হক রাফি, প্রশান্ত বিশ্বাস, আলী হোসেন, মো. কাউসার, আশিকুর রহমান রাকিব, আব্দুল্লাহ, জাকিয়া সুলতানা, মুবাশ্বারা সোনিয়া, আইমান বিন হামিদ, হাসানুর রহমান সাকিন, শফিক খাবীর, রমজান মাহমুদ, তৌহিদ, রাফী, মোস্তাকিম, আরকে রানা, শফিক, সুজন, সম্পদ, ছালিম আহমেদ, আব্দুল হাকিম, রাকিবুল ইসলাম, হুমায়ুন আহমেদ, জুয়েল, জয়, লতিফুল ইসলাম নাইপ, সোহেল মিয়া, জোনায়েদ আহমেদ হাসিব, রিয়াজুল ইসলাম রায়হান, কাউসার আহমেদ রানা, আফসার, আফজল, সবুজ, ইয়াসিন আরাফাত রাতুল প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ হয়ে মানুষের জীবন বাঁচাতে যারা এগিয়ে এসেছেন; তাঁদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, রক্তদানে ভয় ও কুসংস্কারের কারণে এখনও অনেকে স্বেচ্ছায় রক্তদানে পিছিয়ে আছেন। মানবিক পৃথিবী সৃষ্টিতে স্বেচ্ছায় রক্তদানে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।