নিজস্ব প্রতিবেদকঃ
“ বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানে কিশোরগঞ্জে বিট পুলিশ কার্যক্রমের স্টিকার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন মাঠে সদর মডেল থানার আয়োজনে পৌরসভার ৪,৭ ও ৯ নং ওয়ার্ডে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেছেন, বিট পুলিশের কার্যক্রমের ফলে প্রাথমিক অবস্থায় মানুষকে থানায় যেতে হচ্ছে না। বাড়িতে থেকেই পুলিশের সেবা পাচ্ছেন। এর ফলে আইনের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ যেমন বেড়েছে, তেমনি অপরাধ প্রবণতাও কমে আসছে।
ইতোমধ্যে জেলার ১৩টি উপজেলায় ১৩৩টি বিট পুলিশের কার্যক্রম চালু হয়েছে। বিট অফিসার ও থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বর সংবলিত স্টিকার প্রতিটি বাড়িতে লাগানো হচ্ছে। প্রাথমিক অবস্থায় সদর উপজেলায় ৫০ হাজার স্টিকার দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা ইছাম উদ্দিন প্রমুখ।