কিশোরগঞ্জে ৬৩১ পরিবার পাবে জমি ও ঘর

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আরো ৬৩১টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি দেয়া হবে। আগামী ২০ জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি প্রদান কাজের শুভ উদ্বোধন করবেন। আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম আরো বলেন, “মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশ বাস্তবায়নের লক্ষে সরকারের আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সারা দেশে ১ম পর্যায়ে ৬৬ হাজার ১ শত ৮৯টি পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হয়েছে।

২য় পর্যায়ে সারা দেশে ৫৩ হাজার ৩ শত ৪০টি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হয়েছে। সারা দেশের মতো কিশোরগঞ্জ জেলায় ১ম পর্যায়ে ৬ শত ১৬টি পরিবারকে ভুমি ও গৃহ প্রদান করা হয়েছে। ২য় পর্যায়ে ৬৩১টি ভুমি ও গৃহহীন পরিবারকে আগামী ২০ জুন জমি ও ঘর দেয়া হবে। ওই দিন সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেসিংয়ের মাধ্যমে ভুমি ও গৃহহীনদেরকে ২ শতাংশ জমিসহ গৃহের কবুলিয়ত দলিল, নামজারি, গৃহ প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তর কাজের শুভ উদ্বোধন করবেন।

সভায় স্থনীয় সরকার বিভাগের উপ পরিচালক হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির, নেজারত ডেপুটি কালেক্টর মাহমুদুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Share.